Site Links

Tuesday, February 23, 2016

অগ্রণী ব্যাংকের এমডির অপসারণ চায় কেন্দ্রীয় ব্যাংক

সানমুন, জজ ভূইয়া ও জয়নব ট্রেডিং’র ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল হামিদকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারায় কেন তাকে অপসারণ করা হবে না তা ৩ মার্চের মধ্যে জানাতে বলা হয়েছে চিঠিতে। ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক চিঠিটি ইস্যু করে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) চিঠি পাওয়ার কথা স্বীকার করে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত বাংলানিউজকে বলেন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি আব্দুল হামিদকেই চিঠি দিয়েছে। তিনি জবাব দেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদের সিদ্ধান্ত নিতে বলবে। আমরা সেভাবেই এগিয়ে যাবো।

No comments:

Post a Comment