
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে উপজেলার গাবুরা ইউনিয়নের নেছার আলী গাজীর বড়শিতে মাছটি ধরা পড়ে।
সকালে মাছটি দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। পরে নেছার আলী গাজী মাছটি বিক্রি করতে শ্যামনগর উপজেলার কলবাড়ি বাজারে নিয়ে যান।
স্থানীয় লোকজন ও জেলেরা জানান, জলজ এই প্রাণীটি দেখতে অনেকটা শাপলা পাতা মাছের (স্টিং রে ফিস) মতো। তবে এই ‘মাছ’ আগে তারা দেখেননি।
মাছটির ছবি দেখে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক অলিউর রহমান বাংলানিউজকে বলেন, এটি বিরল প্রজাতির। যার বৈজ্ঞানিক নাম Himantura leoparda. চীন ও ভারত সাগরে এদের বেশি দেখা যায়। বঙ্গোপসাগরেও আছে, তবে সংখ্যায় কম। এর সবচেয়ে অসাধারণ বৈশিষ্ট্য হলো এটি মুখ দিয়ে বাচ্চা প্রসব করে।
No comments:
Post a Comment