বাংলাদেশের সিলেট বিভাগের বিশ্বনাথ উপজেলার দেওকলস ও বিশ্বনাথ ইউনিয়নের মাদাই বিলে গত শনিবার উজ্জাপন হয়ে গেল দিনব্যাপী মাছ ধরার উৎসব।
বছরের শুকনো মৌসুমের নির্দিষ্ট একটি দিনকে নির্ধারন করে এই অনুষ্ঠানটি পালন করা হয়ে আসছে শত বছর ধরে। তার এ পালাক্রমে গত ২৭ এ ফেব্রুয়ারী ২০১৬ দিনটিকে বছরের অন্যতম দিন হিসেবে বেছে নিয়ে পালিত হয়ে গেল এই ঐতিহ্যবাহী মাছধরা উৎসব।
গ্রামের হাজার হাজার সৌখিন মৎস্য শিকারী দূর-দুরান্ত থেকে পাল ধরে এসে পারি জমায় সিলেটের এই মাদাই বিলে। পলো, ঠেলাজাল, হাতাজাল, টানাজাল ইত্যাদি নিয়ে নেমে পরে সবাই বিলের পানিতে মাছ শিকারের উদ্দেশে। ছোট-বড় সবাই উল্লাসে মেতে ওঠে এই সময়টায় আর পরিবেশ হয়ে ওঠে আরও উৎসবমুখর।
No comments:
Post a Comment